সন্দেশখালিতে দুষ্কৃতীদের গুলিতে জখম এক পুলিশকর্মীর মৃত্যু হলো ৷ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি কলকাতার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জখম আরও তিন পুলিশকর্মীর চিকিৎসা চলছে এই হাসপাতালে ৷
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খুলনা গ্রামে মাছের ভেড়ি নিয়ে দুই দল দুষ্কৃতীর মধ্যে শুক্রবার সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে গতরাতে সন্দেশখালি থানার SI অরিন্দম হালদারের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে অভিযান চালায় ৷ হঠাৎ দুষ্কৃতীরা দূর থেকে গুলি চালায়। গুলিতে জখম হন অরিন্দম হালদার সহ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি, সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিং ও এক স্থানীয় বাসিন্দা ৷ অরিন্দম হালদার খুলনা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, কেদার সর্দার ও বিধান সর্দার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর গুলি চালিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে এই চারজনকে নিয়ে আসা হয় উল্টোডাঙ্গার কাছে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বিশ্বজিৎ মাইতির বুকে গুলি লাগে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই হাসপাতালেই চিকিৎসাধীন আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
Be the first to comment