সন্দেশখালি কাণ্ডের তদন্তে চাপ বাড়াচ্ছে কেন্দ্র, তৈরি হাইপাওয়ার কমিটি

Spread the love

সন্দেশখালিকাণ্ডে রাজ্যে বাড়ছে চাপ। ফের দিল্লি থেকে হাইপাওয়ার কমিটি আসছে সন্দেশখালিতে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি যাবে ছ’ সদস্যের হাইপাওয়ার কমিটি। প্রতিনিধি দলে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইপিএস, মানবাধিকার কমিশনের আধিকারিকরা। সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়া-সহ উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় যাবেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন।

মঙ্গলবার সন্দেশখালির মাটি ফের তপ্ত। সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেন শুভেন্দু। কিন্তু ১৪৪ ধারা জারি থাকার কারণ দর্শিয়ে পুলিশ তাঁকে বাধা দেন। সেখানে পুলিশের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষরা। এই পরিস্থিতিতে আবারও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শর্তসাপেক্ষে তাঁকে সন্দেশখালি যাওয়ার নির্দেশও দেন।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ নিয়ে সন্দেশখালিতে গিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে গিয়েছেন বৃন্দা কারাতও। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। শুভেন্দুকে দেখে সন্দেশখালির মানুষ পুষ্পবৃষ্টি করেছেন, শঙ্খ বাজান, উলুধ্বনি দেন। মহিলারা শুভেন্দুর পায়ে পড়ে কাঁদেন। গ্রামে পুলিশ ঢুকলে শুভেন্দু শাঁখ বাজানোর নিদানও দেন গ্রামের নির্যাতিত মহিলাদের।

এর আগে সোমবারই সন্দেশখালিতে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি তারপর রাজ্যপালের সঙ্গে দেখাও করেন। এবার সন্দেশখালিতে আসছেন হাইপাওয়ার কমিটি।
[20/02, 5:55 pm] Arpan:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*