শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগই নেই, সন্দেশখালি পরিদর্শনে গিয়ে একসুর দুই মন্ত্রীর গলায়

Spread the love

অশান্ত সন্দেশখালি। দফায়-দফায় উত্তেজনার আগুন ছড়িয়েছে। শেখ শাহজাহান, তাঁর ভাই সিরাজুদ্দিন, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন সাধারণ মানুষ। এদের সকলের বিরুদ্ধে উঠেছে জমি দখলের অভিযোগ। তবে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে কিন্তু শোনা গেল অন্য কথা। তিনি বললেন, শাহজাহানের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট কোনও অভিযোগই জমা পড়েনি।

সন্দেশখালিতে গিয়েছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালির নানা প্রান্ত ঘুরে দেখেন। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। অভাব অভিযোগ শোনেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। জানান, তাঁদের কাছে অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে।

পরোক্ষে সেচ মন্ত্রী জানান যে তাঁদের কাছে শাহজাহানের নামে কোনও অভিযোগ আসেনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। পার্থ বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে। যদি কেউ জমি দখল করে সে যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিকে, এই শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েনি, মন্ত্রীর এই বক্তব্য শোনার পরই প্রতিক্রিয়া দেন মীনাক্ষী। পরিষ্কার বলেন, “এইবার আমরা অভিযোগ জানাতে যাব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*