অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে সঙ্কট পুরোপুরি কাটেনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। শনিবার দুপুরে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। গত বৃহস্পতিবার থেকে বাইপাসের এই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন নবতিপর শিল্পী ৷
শনিবার দুপুরে মেডিক্যাল বুলেটিনে অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, কোভিড সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অনিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ ঠিক রাখার জন্য তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। একাধিক ইন্দ্রিয় কাজ না করায় অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তবে আপাতত চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ পাশাপাশি শিল্পীর সংজ্ঞা রয়েছে বলেই জানানো হয়েছে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে।
বৃহস্পতিবার জ্বর, ফুসফুসের সংক্রমণ এবং কোমরে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় গ্রিন করিডরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে জেনারেল কোভিড বেডেই ভর্তি রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। ফুসফুসে সংক্রমণের সঙ্গে লিভারে এনজাইম তুলনামূলকভাবে বেশি রয়েছে শিল্পীর ৷
Be the first to comment