পায়েল খাঁড়া –
কতক পলাতকা শব্দ
উড়োচিঠি হয়েছে মন কেমনের খামে,
কিছু মুখচোরা স্মৃতি জাঁদরেল আজটাকে সমীহ করতে করতে
হঠাৎ ঘোষণা করছে বিদ্রোহ।
চোখের রেলিঙ বেয়ে নামছে সন্ধে পশ্চিম তোরণে,
শরীরে তার হাসনুহানার আমেজ।
কতকাল এক টুকরো চাঁদ আসেনি আমার ছাদে,
জ্যোৎস্না ঝরা জামরুলের পাতা
বিছানো মাদুরে মুখর হয়নি কোনো নৈসর্গিক গল্পগুচ্ছে।
আজ না হয় গড়পেটা’ই করলাম সময়ের তহবিল
যা কিছু দোষ ভুল
পুষিয়ে দেব অন্য কোনো উপোসী দিনের খেসারতে।
দীর্ঘ দশক হল….
নিয়ন মোড়া শহরই তো দেখছি ট্রাফিকের কাঁচে,
ক্যাফেটেরিয়ার উষ্ণ সংলাপ
মুঠোফোন প্রেম-
নাহ, ঠিক এভাবে নয়
আমাদের গল্পটা লেখা হোক পূর্ব পয়ারে,
যেখানে বিরহ থাকে, থাকে অপেক্ষা-আর
একটা অসম্পৃক্ত অন্তমিল!
Be the first to comment