প্রয়াত অঞ্জন চৌধুরীর ছেলে পরিচালক সন্দীপ চৌধুরী

Spread the love

টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র সন্দীপ চৌধুরী। সন্দীপ চৌধুরীও ছিলেনটলিউডের একজন জনপ্রিয় ও পরিচিত পরিচালক। একাধিক সিনেমা ও টিভি সিরিয়াল পরিচালনা করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে তিনি বাবু নামেই পরিচিত। আজ, মঙ্গলবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ চৌধুরী। দীর্ঘ সময় ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। অন্য একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা যাচ্ছে। সিরিয়ালের সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে খবর, কিছুদিন আগে সন্দীপবাবুর অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়। শরীরে ছিল অত্যধিক মাত্রার সুগার। সেখান থেকেই তৈরি হয় একাধিক শারীরিক সমস্যা। সিরিয়ালের সেটে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করানো হয় বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সুগারের মাত্রা কমে গেলেও তাঁর সারা শরীরে সংক্রমণ হয়ে যায়। সেখান থেকে মৃত্যু হয় তাঁর।

বাবা অঞ্জন চৌধুরীর হাতধরেই পরিচালনার হাতেখড়ি করেছিলেন সন্দীপ। শুধুমাত্র পরিচালনাই নয়, অঞ্জনবাবু প্রয়াত হওয়ার পর প্রযোজনা সংস্থাও তিনি সামলেছেন। তাঁর নিজস্ব অ্যাক্টিং স্কুলও আছে। ‘বিদ্রোহিনী’র মতো ছবি থেকে শুরু করে ‘বিবি চৌধুরানী’, ‘উড়ন তুবড়ি’ সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও টলিউডে একাধিক ছবি তৈরি করেছেন তিনি। বিদ্রোহিনী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বাংলা টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এর পরিচালনায় ছিলেন সন্দীপ চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*