আরজি কর ঘটনার জেরে সন্দীপকে শোকজ, সুশান্ত রায়-সহ ৫ চিকিৎসককে সাসপেন্ড রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

আরজি কর কাণ্ডের জের। ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় পাঁচ চিকিৎসককে সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তাঁরা হলেন মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক সুশান্ত রায়, চিকিৎসক অভীক দে, চিকিৎসক সৌরভ পাল, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক মোস্তাফিজুর রহমান মল্লিক। পাশাপাশি শোকজ করা হয়েছে সন্দীপ ঘোষকেও৷

উল্লেখ্য, এদিন সাসপেন্ড পাঁচ চিকিৎসককে গত ৯ আগষ্ট আরজি করের ওই সেমিনার হলের ঘটনায় দেখা গিয়েছিল বলে অভিযোগ। এমনকী এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের। তাই তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আইএমএ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়েছিল। সেই চিঠির পর কড়া ব্যবস্থা নিল মেডিক্যাল কাউন্সিল।
তবে এর পাশাপশি কড়া ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁকে এবার শোকজ করেছে মেডিক্যাল কাউন্সিল। তিনদিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। যদি সেই ব্যাখা সন্তোষজনক না হয়, তাহলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মেডিক্যাল কাউন্সিলের তরফে।
প্রসঙ্গত, এর আগে আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁর গ্রেফতারির পর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্যভবনও৷ পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফে সাসপেন্ড করা হয়েছে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*