দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল ছেলে হয়েছে সানিয়া মির্জার। যদিও তখনও সানিয়া এবং শোয়েবের সন্তান আসেননি এই পৃথিবীতে। নেটিজেনদের অতি উৎসাহে খানিকটা বিরক্তই হয়েছিলেন শোয়েব মালিক। জানিয়েছিলেন সন্তান হলে খুশির খবর নিজেই সবার আগে সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আর হলোও তাই। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল সাইটে ট্রেন্ডিং সানিয়া এবং শোয়েব। আর অবশ্যই তাঁদের সঙ্গে জুড়েছে আর একটি নাম। নেটিজেনরা নবজাতককে বলছেন, #babymirzamalik। অবশ্য সানিয়া এবং শোয়েব আগেই জানিয়েছিলেন সন্তানের পদবি তাঁরা মির্জামালিকই রাখতে চান।
২০১০ সালে বিয়ে হয়েছে সানিয়া এবং শোয়েবের। বিয়ের আট বছর পর সন্তান এসেছে দম্পতির কোলে। নবজাতককে আত্মবিশ্বাস আর স্বাধীনতাই উপহার দিতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সানিয়া। মঙ্গলবার টুইট করে শোয়েব জানিয়েছেন, ছেলে হয়েছে তাঁদের। পাশাপাশি শোয়েব এও জানিয়েছেন যে সুস্থ রয়েছেন সানিয়া। সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “আপনাদের সবার প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত।“
মাস দুয়েক আগেই সাত মাসের অন্তঃসত্ত্বা থাকালীন র্যাকেট হাতে কোর্ট দাপিয়েছিলেন সানিয়া। না কোনও চ্যাম্পিয়নশিপ নয়। বোন আনম মির্জার সঙ্গে চুটিয়ে টেনিস খেলতে দেখা গিয়েছিল হায়দ্রাবাদের এই টেনিস সুন্দরীকে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল সানিয়ার দাপুটে স্ট্রোকের ভিডিও। তিনি লিখেছিলেন, “টোল্ড ইউ…ক্যান নট কিপ মি অ্যাওয়ে…আই নিড সাম উইল টু মুভ থ্রু৷”
নজর কেড়েছিল সানিয়া মির্জার ‘বেবি শাওয়ার’-এর পার্টিও। যদিও সানিয়া নিজেই এই পার্টির নাম রেখেছিলেন #notababyshower। সেই সময় #pajamaparty ক্যাপশন দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন সানিয়া। বোন আনমকে নিয়ে সেই পার্টিতে কেক কাটতেও দেখা গিয়েছিল তাঁকে। তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তে পেশাগত কারণে পাশে ছিলেন না স্বামী শোয়েব মালিক। তাই ভিডিও ক্যাপশনে স্বামীকে ‘মিস’ করার কথাও লিখেছিলেন তিনি।
Be the first to comment