মুক্তির এক সপ্তাহের মধ্যেই ২০০ কোটি ছুঁয়ে ফেলেছে ছবিটি । রণবীর কাপুরের অভিনয়ের প্রশংসা চলছে সর্বত্রই । কিন্ত একটি সমালোচনা চলতেই থাকছে ‘সঞ্জু’ কে ঘিরে । আর তা হল দর্শক ও সমালোচকদের একাংশ মনে করছেন এই বায়োপিকে সঞ্জয় দত্তের জীবনের অনেক গুরুত্বপূর্ন ঘটনাই বাদ পড়েছে । একজন অপরাধীকে মহিমান্বিত করার অভিযোগও উঠেছে এই ছবির বিরুদ্ধে।
তবে এই সমস্ত কিছুর মধ্যেই এবার মুখ খুলেছেন খোদ সঞ্জয় দত্ত । একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দর্শকই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ছবিটির সত্যতার ব্যাপারে । তিনি বলেছেন, তাঁর সঠিক ইমেজটা ঠিক কি সেটা মুন্নাভাই সিরিজ মুক্তি পাওয়ার সময় থেকেই দর্শক জানেন । তাই শুধুমাত্র তাঁর সুখ্যাতি করার জন্য ৩০-৪০ কোটি টাকা ব্যয় করে একটি চলচ্চিত্র বানানোর যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর অগণিত ভক্ত তাঁকে ভালবাসেন । তিনি সুপারস্টার সুনীল দত্তের পুত্র বলে আলাদাভাবে জীবনযাপন কোনোদিনই করেননি ।
Be the first to comment