কোচবিহার জেলার একাধিক থানার আইসিকে বদলি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জেলার দিনহাটা, কোতয়ালি, সিতাই, হলদিবাড়ি থানার আইসিরা রয়েছেন এই বদলির তালিকায়।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের বদলির দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিল তৃণমূলের একাংশ। তাঁর বিরুদ্ধে নির্বাচনের আগে থেকেই বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এনেছিলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। তার জেরেই কি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে বদলি করা হল, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে দিনহাটার রাজনৈতিক মহলে।
যদিও জেলা পুলিশের কর্তা জানিয়েছেন এটা রুটিন বদলি। শুধু দিনহাটা নয়, রাজ্যের বহু থানায় রদবদল হয়েছে। জানা গিয়েছে, বছর তিনেক আগে দিনহাটার আইসি পদে যোগ দেন সঞ্জয় দত্ত । কিছুদিন পর থেকেই তাঁর সঙ্গে দিনহাটার তৎকালীন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরোধ শুরু হয়েছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে বিভিন্ন সময়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ আইসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। এছাড়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে ৷
পাশাপাশি গত ৬ মে দিনহাটা শহরে উদয়ন গুহের ওপর যে হামলা হয়েছিল, তার মূল অভিযুক্তদের পালাতে সঞ্জয় দত্তের মদত ছিল বলে উদয়ন পুত্র সায়ন্তন গুহ সংবাদমাধ্যমে অভিযোগ করেছিলেন ৷ এবং সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তৃণমূল আইসির বিরুদ্ধে প্রশ্ন তুলে দিনহাটা থানায় বিক্ষোভ দেখিয়েছিল ।
এই ঘটনার দিন কয়েকের মধ্যেই দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে বদলি করা হল । এবং তাঁর জায়গায় নিয়ে আসা হল আলিপুরদুয়ারের ট্রাফিক ইনস্পেক্টর জয়দীপ মোদককে । সঞ্জয় দত্তকে বদলি করা হয়েছে হুগলিতে । সঞ্জয় দত্তের পাশাপাশি সিতাই থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যকে বদলি করা হয়েছে রানাঘাটে । তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে প্রবীণ প্রধানকে । এছাড়া হলদিবাড়ি থানার আইসি দেবাশিস ঘোষের জায়গায় নিয়ে আসা হয়েছে দাওগে গেস্টো ভুটিয়াকে ।
Be the first to comment