শিবসেনায় নাম লেখালেন বিজেপির রাজ্যসভার সদস্য সঞ্জয় কাকেদ

Spread the love

উন্নয়ন ভুলে, মন্দির আর নাম পরিবর্তনের খেলায় মেতেছিল দল। তারই মাশুল গুনতে হচ্চে এবার। এভাবেই পার্টি লাইনের সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্যসভার সদস্য সঞ্জয় কাকেদ। সকাল থেকেই বিজেপির সমালোচনায় সরব ছিল শরিক শিবসেনা। বেলা বাড়তেই সেই দলে নাম লেখালেন মহারাষ্ট্রের এই সাংসদ। প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ভোটের ফলাফলে বিজেপি যে ধরাশায়ী, তা একপ্রকার স্পষ্ট। যদিও চূড়ান্ত কথা বলার সময় আসেনি এখনও। তবে খুব বেশি নড়চড় হবার জো নেই, সেটা বলাই বাহুল্য। পার্টিলাইনের পাশাপাশি, যোগীর ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ২০১৪ সালের যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছিলাম, তা নিজেরাই ভুলে বসে আছি। রাম আর নাম পরিবর্তন নিয়েই শুধু মাতামাতি। রাজস্থান ও ছত্তিশগড়ের ভরাডুবি কাম্যই ছিল। কিন্তু মধ্যপ্রদেশের ফলাফল সত্যিই ইঙ্গিতবহ। এটা পুরোপুরি ভোটের দিনের চমক। হিন্দুত্ব ধরে রাখতে গিয়ে যোগীকে নামিয়ে দেওয়া হয়েছিল প্রচারে। যিনি নিজেই উগ্র হিন্দুত্বের মুখ। যেটা মানুষ ভালভাবে নেয়নি। আবার প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছ ‘স্ট্যাচু অফ ইউনিটি’। অথচ মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা ঋণের বোঝায় জর্জরিত। এসবেরই পরিণতি এই ফল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*