মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে হাত মেলানোয় NCP নেতা অজিত পাওয়ারকে আক্রমণ করলো শিবসেনা ৷ মহারাষ্ট্রে কংগ্রেস, NCP-র সঙ্গে জোট গড়ে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছিল তারা ৷ এই অবস্থায় বিজেপির সঙ্গে জোট গড়ে শনিবার সকালে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তারপরই তাঁকে আক্রমণ করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের জনগণকে পিছন থেকে ছুরি মেরেছেন অজিত পাওয়ার ৷
২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল ঘোষণা হয়েছে ৷ তারপর থেকে সরকার গঠন নিয়ে চাপানউতোর চলছে ৷ মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপির সঙ্গে টানাপোড়েন চলে শিবসেনার। রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷ এরপর কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সঙ্গে জোট করে সরকার গঠনে তৎপর হয় শিবসেনা ৷ শুক্রবার তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা নিয়ে সর্বসম্মত হয়েছেন তাঁরা ৷ খুব শিগগির এই তিন দল সরকার গঠন করতে চলেছে বলে জল্পনা ছড়ায় ৷
এরইমধ্যে শনিবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার ৷ তার আগে ভোর ৫টা ৪৭ মিনিটে রাজ্য থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে আক্রমণ করে সঞ্জয় রাউত ৷ তিনি বলেন, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কংগ্রেস, শিবসেনার সঙ্গে NCP-র বৈঠকে গতকাল পর্যন্ত উপস্থিত ছিলেন অজিত পাওয়ার ৷ কিন্তু, রাত থেকে তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ তাঁর ফোন সুইচড অফ ছিল ৷ এমনকী, হঠাৎ করে কী হল, NCP -ও জানে না ৷
NCP সুপ্রিমো শরদ পাওয়ার-ও টুইট করে জানিয়েছেন, বিজেপির সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ দল তাঁর সিদ্ধান্তকে সমর্থন করে না ৷
শরদ পাওয়ারের বক্তব্যকে সমর্থন করে সঞ্জয় রাউত বলেন, আমি নিশ্চিত যে অজিত পাওয়ারের এই সিদ্ধান্তের সঙ্গে শরদ পাওয়ারের কোনও যোগ নেই ৷ অজিত পাওয়ার যা করলেন, মহারাষ্ট্রের মানুষ ও ছত্রপতি শিবাজি তাঁকে কোনওদিন ক্ষমা করবেন না ৷
Be the first to comment