শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল। ৮ অগস্ট পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেওয়া দিয়েছে আদালত। আর্থিক তছরুপ মামলায় শেষ দু’বার সমন পেয়েও ইডির দফতরে যাননি শিবসেনা মুখপাত্র৷ বার বার হাজিরা এড়ানোয় রবিবার সকাল ৭টা নাগাদ সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ সঙ্গে ছিল আধাসামরিক বাহিনী।
মুম্বইয়ের বান্দুপ এলাকায় বাড়ি শিবসেনা সাংসদের। ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। দিনভর শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে জেরা করে ইডি।
সেদিন বিকেলে তাঁকে আটক করেন আধিকারিকরা। গভীর রাতে ইডি গ্রেফতার করে শিবসেনা মুখপাত্রকে। সেদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন টুইটও করেন সঞ্জয় রাউত। লেখেন, মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান৷ মরে গেলেও আত্মসমর্পণ করব না। শিবসেনা ছাড়ব না। কোনও কেলেঙ্কারিতে আমি জড়িত নই। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে কথাগুলি বলছি। বালাসাহেব আমাদের লড়াই করা শিখিয়েছেন। শিবসেনার জন্য লড়াই আমি চালিয়ে যাব। জমি দুর্নীতিতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ছাড়াও তাঁর স্ত্রী বর্ষা এবং আরও কয়েকজন জড়িত।
Be the first to comment