এক মাস বাদেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। শাসকদল বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে কংগ্রেস, সমাজবাদী পার্টি ছাড়াও উঠে আসছে শিবসেনার নাম। শেষ মুহুর্তের প্রচার, প্রার্থী তালিকা প্রস্তুত করতেই ব্যস্ত যখন সমস্ত দল, সেই সময়ই কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে দেখা করলেন শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। আর এই সাক্ষাতকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা।
চলতি সপ্তাহেই শিবসেনার তরফে জানানো হয়েছিল, তারা এবার উত্তর প্রদেশ নির্বাচনেও অংশ নিতে চলেছেন। কমপক্ষে ৫০ থেকে ১০০টি আসনে আমরা লড়ব। বৃহস্পতিবারই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের সঙ্গে দেখা করেন। ফোনে কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তারা জানান, আসন্ন নির্বাচনে কৃষকদের আশির্বাদ নিতেই এই সাক্ষাৎ।
সঞ্জয় রাউত জানান, দলীয় কর্মীদের প্রচার ও আসন্ন বিধানসভা নির্বাচনের ছক কষতেই তিনি দিল্লি ও উত্তর প্রদেশে নিয়মিত আসছেন। তিনি জানান, মথুরা, বারাণসী, এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে অযোধ্যাতেও শিবসেনা প্রার্থী দেবে। তাঁর দাবি, উত্তর প্রদেশে শিবসেনা তুলনামূলকভাবে নতুন হলেও, সেনা ভাল সংখ্যক ভোটই পাবে। কারণ দেশে ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। তাই শিবসেনা জিতবেই।
Be the first to comment