রোজদিন ডেস্ক:-
আর জি কর কান্ডের জন্য প্রথম দফায় ধৃত সঞ্জয় রায় রাজি হল না নার্কো টেস্টে। ফলে শিয়ালদহ আদালতে খারিজ হয়ে গেল সিবিআইয়ের আবেদন। এদিন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, অভিযুক্তর নার্কো টেস্ট হলেই আসল সত্য উঠে আসতে পারে।
ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্টের সময়ে প্রত্যেকটি অভিযোগ অস্বীকার করেছে কলকাতা পুলিশের এই সিভিক ভলেন্টিয়ার। তারপরেই তদন্তকারী অফিসাররা অভিযুক্তের নার্কো টেস্টের প্রয়োজন রয়েছে বলে মনে করেছিলেন ।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল অভয়ার রক্তাক্ত দেহ। তার ২৪ঘণ্টা পরেই সঞ্জয় কে আটক করে তদন্তকারীরা।
গ্রেফতারের পর সঞ্জয় নাকি নির্বিকার ভাবে বলেছিল, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, শুরু থেকেই সঞ্জয় দাবি করছে, সে নাকি খুন বা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত নয়।
পলিগ্রাফ টেস্টে নিজেকে বাঁচিয়ে জবাব দেয় সঞ্জয়। তারপরেই ঘটনার সত্যতা জানতে সঞ্জয়ের নার্কো টেস্টের জন্য আদালতের দ্বারস্থ হন তদন্তকারীরা।
নার্কো টেস্টের ক্ষেত্রে অভিযুক্তরও সম্মতি প্রয়োজন হয়। সঞ্জয় রাজি না হওয়ায় আদালত সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে।
Be the first to comment