প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৫ বছর। জানা গিয়েছে, ৭ দিন আগে করোনার উপসর্গ নিয়ে বাগবাজারে বাড়ির কাছেই একটি নার্সিং হোমে ভর্তি হন। বুধবার তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে বৃহস্পতিবার সকালে বাড়িতে বাথরুমে যাওয়ার সময় ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় বিশিষ্ট সাংবাদিকের। রেখে গেলেন তাঁর স্ত্রী, মেয়ে, জামাই ও নাতিকে। বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুতে রাজ্যের সংবাদমহলে শিকের ছায়া নেমে এসেছে।
তিনি আজকাল, বর্তমান, আনন্দবাজার সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। রাজনৈতিক সংবাদদাতা হিসেবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন। তবে সাংবাদিকতার পাশাপাশি নাটক লেখার ক্ষেত্রেও সাফল্য পেয়েছিলেন সঞ্জয় সিংহ।
বিশিষ্ট এই সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ৯৩/আইসিএ/এনবিতারিখঃ ০৯/০৭/২০২০
*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*
বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর।
সঞ্জয়বাবু আজকাল, বর্তমান ও আনন্দবাজার পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
তাঁর সঙ্গে আমার অনেকদিনের পরিচয় ও হৃদ্যতা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে শূন্যতার সৃষ্টি হল।
আমি সঞ্জয় সিংহের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*
Be the first to comment