এবছরের সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ বইয়ের জন্য পুরস্কৃত হচ্ছেন তিনি। ২৪টি ভাষার লেখকদের সঙ্গে এবারের তালিকায় নাম রয়েছে তাঁর। বৃহস্পতিবার দিল্লিতে পুরস্কার ঘোষণা হয়েছে। এর আগে বাংলায় সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুবোধ সরকার সরকার, অমর মিত্র সহ আরও অনেকেই আকাদেমি পেয়েছেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৬ সালে। স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। তাঁর ‘লোটাকম্বল’ পাঠক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
Be the first to comment