সাঁকরাইল থেকে আন্দুলের মাঝে একটি ব্রিজের গার্ডার লঞ্চ হবে। তাই ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব রেলের তিনটি এক্সপ্রেস ও ৬৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
সকাল সাড়ে নটা থেকে বিকেল ৪টে বেজে ৫০ মিনিট পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে ওই রুটে। জানা গিয়েছে, সাঁকরাইল থেকে আন্দুলের মাঝে ৬৩ মিটার লম্বা গার্ডার লঞ্চ হবে।
আগামীতে সাঁকরাইল থেকে আরও বেশি সংখ্যক দূরপাল্লা ও লোকাল ট্রেন সেখান থেকে চলাচল করবে। শালিমার স্টেশনের উপর চাপ কমাতেই সাঁকরাইলকে বিকল্প হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছিল রেল। তাই ৮.৭ কিমি দীর্ঘ আলাদা রেললাইন সাঁকরাইল থেকে সাঁতরাগাছি হয়ে শালিমার পর্যন্ত জুড়বে। এই নতুন লাইনে সাঁকরাইল ও আন্দুলের মাঝে একটি ফ্লাইওভার হবে। সেটি ৬৩ মিটার লম্বা ও ৬.১৫ মিটার চওড়া হবে।
Be the first to comment