পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনকে সরিয়ে দিল নবান্ন। পাশাপাশি খড়দা থানার IC-কেও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনার জেরেই এই বদলি বলে প্রশাসনিক মহল মনে করছে।
ওই কংগ্রেস নেতাকে অন্যায় ভাবে গ্রেফতার করে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রাজনীতিকদের পাশাপাশি বুদ্ধিজীবীরা ওই ঘটনার বিরুদ্ধে সরব হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশের অতি সক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন বলে খবর। তার জেরে খড়দা থানার IC অনিমেষ সিংহকেও সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও। এবার তাই তাকেও সরিয়ে দেওয়া হলো বলে অনুমান প্রশাসনিক মহলের।
পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র শেখর বর্ধনের জায়গায় এলেন পিনাকী দত্ত ৷ এর আগে কার্সিয়াঙের SDPO পদে নিযুক্ত ছিলেন পিনাকী দত্ত ৷ অন্যদিকে চন্দ্রশেখর বর্ধনকে বদলি করা হল দেবগ্রামে ৷
Be the first to comment