প্রয়াত নকশাল নেতা তথা লেখক সন্তোষ রানা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। শনিবার সকাল ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
মেদিনীপুরের গোপীবল্লভপুরে সন্তোষবাবুর জন্ম। সন্তোষবাবু সত্তরের দশকে নকশাল আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় নকশাল নেতা চারু মজুমদারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এরপর তিনি যোগ দেন নকশালবাড়ির কৃষক আন্দোলনে। পরে ১৯৭৭ সালে গোপীবল্লভপুর আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি।
Be the first to comment