সৌরভের মিছিলে হাঁটার অনুমতি না মিললেও, আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালেন মোমবাতি জ্বালিয়ে

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি কর কাণ্ডে বুধবার পথে নামতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুটি জোড়া কর্মসূচিতে থাকবেন বলেও জানা যায়, কিন্তু পুলিশি অনুমতি না মেলায় শেষ মুহুর্তে বাতিল হয় তার কর্মসূচি। কিন্তু বুধবার রাতে বেহালায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে হাজির ছিলেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও।
বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ। তবে মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ। বুধবার সিএবির এক কর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে রাতে বেহালায় প্রতিবাদ মিছিলে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। মিছিলে না হাঁটলেও অপেক্ষা করেন পদযাত্রা শেষ হওয়ার জন্য। তার পরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। সৌরভের সঙ্গে ছিলেন কন্যা সানা এবং স্ত্রী ডোনা। মোমবাতি জ্বালিয়ে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান সৌরভপত্নী।
এই মিছিলে যোগ দিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সবার মতো তিনিও আরজি করের ঘটনার তীব্র নিন্দা করেন। চান দোষীদের কড়া শাস্তি হোক এবং দ্রুত বিচার হোক। এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তিনি এও জানান, শুধু বাংলা নয়, দেশের একাধিক রাজ্য থেকেই প্রতিদিন ধর্ষণ, খুনের খবর সামনে আসছে, এটা বন্ধ হওয়া উচিত। সম্প্রতি নবান্নের তরফে নারী নিরাপত্তার বিষয়ে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, রাতে মেয়েদের নাইট ডিউটি থেকে যথা সম্ভব বিরত রাখা হবে। এই বিষয়টিকে সমর্থন করছেন না ডোনা। তাঁর কথায়, ”মেয়েরা রাতে কাজ করবে না, বন্ধ করে দেবে এটা কোনও কথা হতে পারে না। তাহলে সমতা কোথায় হল?”
ডোনার মতোই তাঁর মেয়ে সানা গর্জে ওঠেন। তিনি বলেন, ২০২৪ সালে দাঁড়িয়েও আজ দেশের একাধিক জায়গা থেকে এই ধরনের ঘটনার কথা শুনতে হচ্ছে, যা দুঃখজনক। কোনও মতেই তা বরদাস্ত করা যায় না। আরজি করের ঘটনা প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা, ”এমন শাস্তি হওয়া উচিত যাতে এমন ঘটনা আর না হয়।” বুধবার দুপুরের পর থেকেই ব্যাপক বৃষ্টি নেমেছিল কলকাতায়। অনেকেই ভেবেছিলেন এই প্রতিবাদ মিছিল হয়তো হবে না। কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায়রা বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদে নামেন।
যদিও, মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে অবশ্য কোনও কথা বলেননি তিনি। প্রশ্ন করা হলে সৌরভ শুধু জানান, ”পরে কথা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি সৌরভের একটি মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, এমন ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতে পারে, সেই নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট একটা ঘটনা নিয়ে সামগ্রিকভাবে বিচার না করাই ভাল। তিনি এ রাজ্য তো বটেই, পাশাপাশি ভারতকেও মহিলাদের জন্য নিরাপদ বলেছেন। ওই মন্তব্যকেই বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাক্তন ভারত অধিনায়কের সমালোচনা শুরু হয়ে যায়। পরে অবশ্য সৌরভ দাবি করেছিলেন তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। এদিকে ১৪ অগস্টের রাতের কর্মসূচিতে কেন ছিলেন না এই প্রশ্নের জবাবে ডোনা বলেছিলেন, মেয়ে সানার শরীর খারাপ ছিল, তাই থাকতে পারেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*