বদলি হলেন সারদার তদন্তকারী অফিসার, চিটফান্ড কাণ্ডে তৎপরতা CBI-এর

Spread the love

চিটফান্ড মামলায় গতি বাড়াতে চাইছে CBI। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এই মামলার তদন্ত কৌশল। সেই সূত্রে বদলি করা হয়েছে সারদা মামলার তদন্তকারী অফিসারকে । তাঁর জায়গায় অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার এক অফিসার এই মামলার তদন্তভার পাচ্ছেন।

গত জুলাই মাসে আচমকা বদলি করা হয় CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টরকে দিল্লিতে ট্রান্সফার করা হয়। তিনি এখন যুগ্ম অধিকর্তা (ট্রেনিং) হিসেবে কাজ করছেন CBI-র সদর দপ্তরে। এখনও তাঁর বদলে কাউকে পাঠানো হচ্ছে না কলকাতা জোনে। তাঁকেই কলকাতা জোন এবং তিন নম্বর আর্থিক অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্বে রাখা হয়েছে।

পরে সারদা মামলার তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকেও বদলি করা হয়। তিনি DSP পদমর্যাদার অফিসার । তাঁর থেকে এক উচ্চ পদমর্যাদার অফিসারকে দিল্লি থেকে আনা হচ্ছে কলকাতায়। পাশাপাশি সূত্র জানাচ্ছে, রোজ়ভ্যালির মামলার ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার জন্য বিহার থেকে আনা হচ্ছে অন্য এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারকে। এই দু’জনই করা ধাতের অফিসার হিসেবে পরিচিত বলে CBI সূত্রে খবর। তাঁদের এনে চিটফান্ড মামলায় গতি বাড়ানোর চেষ্টায় রয়েছে বলে জানা যাচ্ছে।

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং CBI। গতি বাড়ানো হবে চিট ফান্ড কেলেঙ্কারি তদন্তে । এবার কার্যক্ষেত্রেও এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তাঁদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির হিসেব-সহ সব নথি পাঁচ দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যদিকে, ইতিমধ্যেই সারদা কেলেঙ্কারির খসরা চার্জশিট তৈরি হচ্ছে। সেই কাজ দিল্লিতে বসেই দেখভাল করছেন পঙ্কজ শ্রীবাস্তব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*