সারদা-রোজভ্যালি কাণ্ডে ইডি-র দুই তদন্তকারী অফিসারের বদলি

Spread the love

বিধানসভা নির্বাচনের আগেই ফের সারদা- রোজভ্যালি তদন্তে সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি? ঘটনাপ্রবাহ অন্তত সেরকমই ৷ কয়েকদিন আগেই বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার অফিসার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই৷ এবার সারদা এবং রোজভ্যালি কাণ্ডে ইডি-র দুই তদন্তকারী অফিসারকেই একসঙ্গে বদলি করে দেওয়া হল ৷

সূত্রের খবর তদন্তে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দ্রুত দিল্লি থেকে নতুন অফিসারদের এই দুই চিট ফান্ড তদন্তের দায়িত্ব দিয়ে পাঠানো হবে ৷ ইডি-র হয়ে সারদা কাণ্ডের তদন্তের দায়িত্বে ছিলেন অক্ষয় সিনহা ৷ দক্ষ ওই অফিসার প্রথম থেকেই সারদা চিট ফান্ড এর তদন্তের দায়িত্বে ছিলেন তাঁকে মুম্বইতে বদলি করা হয়েছে বলে খবর ৷ আর রোজভ্যালি কাণ্ডের দায়িত্বে থাকা অফিসার সুদীপ মৈত্রকে দিল্লিতে বদলি করা হয়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, গত কয়েক মাসে সারদা- রোজভ্যালির তদন্তে সেভাবে গতি না আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই রোজভ্যালি এবং সারদা কাণ্ডের চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করছে ইডি ৷ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতখানি তৎপর কিনা, সেই প্রশ্ন উঠছে৷ কারণ দুই চিটফান্ড কেলেঙ্কারিতেই অনেক রাঘব বোয়ালের নাম জড়িয়ে ৷ বিধানসভা নির্বাচনের আগে যা আরও একবার রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হতে চলেছে৷ সূত্রের খবর, দুই চিটফান্ড তদন্তের জন্য দিল্লির ইডি সদর দফতর থেকে খুব শিগগিরই স্থায়ী অফিসার নিয়োগ করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*