সরস্বতী পুজোয় টানা ৫ দিন ছুটি সরকারি কর্মীদের

Spread the love

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ নতুন বছরে শুরু হতে না হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ৷ সরস্বতী পুজোয় অতিরিক্ত ছুটির ঘোষণা রাজ্য সরকারের৷ সরস্বতী পুজোয় টানা ৪ দিন ছুটি ছিলই৷ এবার তার সঙ্গে আরও ১দিন যোগ হল৷ ফলে রাজ্য সরকারি কর্মচারীরা টানা ৫ দিন ছুটি পাচ্ছেন৷

আগেই ঘোষিত হয়েছিল ৩০ ও ৩১ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার ছুটি থাকবে সরস্বতী পুজোয়৷ এর পাশাপাশি ১ ও ২ ফেব্রুয়ারি যথাক্রমে শনি ও রবিবার। তাই সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে রবিবার টানা ৫দিন ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

এবার সরস্বতী পুজো পড়েছে ২দিন ধরে৷ বুধবার ২৯ জানুয়ারি বেলা ১১টার কিছু আগে পড়ছে পঞ্চমী তিথি৷ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে অবধি সেই তিথি থাকছে৷ তাই ২ দিন ধরেই এবার রাজ্য জুড়ে উদযাপিত হবে সরস্বতী পুজো।

সূত্রের খবর, এরজন্য ২৯ জানুয়ারি ছুটির আবেদন করা হয়৷ তাই রাজ্য সরকার ওই দিন ছুটি ঘোষণা করা করেছে৷ ফলে ২৯ জানুয়ারি বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা ৫দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

সরস্বতী পুজো এ বছর শুরু হচ্ছে ২৯ জানুয়ারি৷ যা কিনা বুধবার৷ রাজ্য সরকারের তরফে শুক্রবারও ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার সরকারি অফিস ছুটি থাকার কারণে রবিবার মিলিয়ে টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ একদিনের পুজোয় পাঁচদিন ছুটির মজা নিতে পারবেন সরকারি কর্মীরা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*