অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার শিলচরে তৃণমূল সাংসদদের হেনস্থার অভিযোগে করা হয়েছে ওই এফআইআর।
সূত্রের খবর, বিমানবন্দর থানায় ওই এফআইআর করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ও মমতাবালা ঠাকুর। একই অভিযোগে আলিপুর থানায় আর একটি এফআইআর করেছেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র।
অসমে জাতীয় পঞ্জিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার খসড়া তালিকায় দেখা যায়, চল্লিশ লক্ষ মানুষকে জাতীয় পঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। তা দেখা মাত্রই তীব্র বিরোধিতায় নেমে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অসমে বাঙালি খেদাও চলছে। বিজেপি যা করছে তাতে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রক্তগঙ্গা বয়ে যেতে পারে। মমতার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার অসমের একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়।
তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই বিজেপি-কে হুঁশিয়ার করে বলেছিলেন, যেমন দেখাবে তেমন দেখবে। বস্তুত হলও তাই। অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করল তৃণমূল।
তা হলে কী হবে? বাংলার মুখ্যমন্ত্রীকে অসমে মামলার জন্য ডাকা হবে? নাকি সর্বানন্দ সোনওয়ালকে ডাকা হবে বাংলায়!
রাজনৈতিক নেতাদের কথায়, এর জবাবও তো দিদি দিয়েছিলেন গতকাল। বলেছিলেন, কিস্সু হবে না। করুক না লক্ষ লক্ষ এফআইআর!
Be the first to comment