সারদা মামলায় শুভাপ্রসন্ন ও শিবাজী পাঁজাকে তলব করলো সিবিআই

Spread the love

সারদা মামলায় ফের তলব করা হলো চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং শিবাজী পাঁজাকে। সিবিআই সূত্রে খবর, আগামী ৪ জুলাই তলব করা হয়েছে শিবাজীকে এবং ৫ জুলাই শুভাপ্রসন্নকে। অভিযোগ, সারদা মামলায় এই দু’জনেই আর্থিক সুবিধা নিয়েছিলেন। সেই বিষয়েই তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হতেই চিট ফান্ড মামলায় তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই। সারদা ছাড়াও রোজভ্যালিসহ অন্য বেশ কয়েকটি চিটফান্ডের ক্ষেত্রেও তদন্ত চলছে। সিবিআই-এর সহ অধিকর্তা নাগেশ্বর রাও দিন কয়েক আগে কলকাতায় এসে এমনই নির্দেশ দিয়েছেন। সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে কয়েকজন হেভিওয়েটের নাম আগেই হাতে এসেছিল তাদের ৷ তাঁদেরই একজন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ৷ তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিযোগ, সারদার টাকা ব্যবহার করে তিনি একটি সংবাদমাধ্যম খুলেছিলেন। সূত্র জানাচ্ছে, সেই টাকার হিসাব চাওয়া হবে।

পাশাপাশি, ছবি বিক্রি সংক্রান্ত কয়েকটি বিষয়ও আছে। সিবিআই জানতে পেরেছে, ২০১১ সালের শেষ দিকে ছবি বিক্রির একটি প্রদর্শনী করেছিলেন শুভাপ্রসন্ন। সেখানেও সারদা যোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা। সেই সব নথি দিয়ে শুভাপ্রসন্নকে দেখা করতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

অন্যদিকে, দিন কয়েক আগেই রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল শিবাজী পাঁজাকে। এবার সারদা মামলাতেও তাঁকে তলব করা হল। এর আগেও এই মামলায় শিবাজী পাঁজাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু বেশ কয়েকটি জায়গায় এখনও প্রশ্ন রয়ে গেছে। সূত্র জানাচ্ছে, ২০১১ থেকে ২০১২ সালে সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে একাধিক ছবি বিক্রি করে শাসক দলের নেতারা ছ’‌কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তদন্তকারী সূত্রের খবর, কলকাতার টাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির যে-প্রদর্শনী হয়েছিল, তার দায়িত্বে ছিলেন শিবাজী। সেখান থেকেই ছবি দেওয়া হয় সুদীপ্তকে। সেই বিষয়টি নিয়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি ছবি তৈরির জন্য শিবাজী সুদীপ্ত সেনের থেকে বেশ কিছু টাকা নিয়েছিলেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*