CAA প্রতিবাদ, অমিত শাহের বাড়ির সামনে থেকে আটক প্রণব-কন্যা শর্মিষ্ঠা

Spread the love

নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। শুক্রবারও বিক্ষোভে উত্তাল হয়ে যায় সমগ্র দিল্লি। অমিত শাহের বাড়ির সামনে প্রতিবাদের জেরে আটক হলেন দিল্লি মহিলা কংগ্রেসের প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এদিন কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ চলছিল। অমিত শাহের বাড়ির কাছে মিছিল পৌঁছতেই একাধিক কংগ্রেসকর্মীকে আটক করে পুলিশ। শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের পাশাপাশি প্রায় ৫০ জন মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এই সরকার হ্যাসিবাদী মনোভাব নিয়ে চলছে। একদিকে সংবিধানকে লঙ্ঘন করছে। আর তার প্রতিবাদ করলেই পুলিশ দিয়ে গ্রেফতার করা হচ্ছে।’

নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় তুমুল বিক্ষোভ দিল্লির জামা মসজিদে। এ দিন নমাজ শেষ হওয়ার পর পরই কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজদ। বেশ কিছু রাজনৈতিক দলের নেতারও যোগ দিয়েছেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*