প্রয়াত শর্মিষ্ঠা চৌধুরী

Spread the love

প্রয়াত রেড স্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। তিনি ভাঙর পাওয়ারগ্রিড আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। বিগত চার মাস ধরে করোনা আক্রান্ত হয়ে পিজিতে ভর্তি ছিলেন তিনি। All India Revolutionary Women’s Organisation (AIRWO) এর জেনারেল সেক্রেটারী ছিলেন। ছিলেন আজীবন ট্রেড ইউনিয়ন নেত্রী।

প্রেসিডেন্সি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক হন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। টেলিগ্ৰাফ, টাইমস অফ ইন্ডিয়াতে লিখতেন। চাকরি করা না পসন্দ ছিল শর্মিষ্ঠার।

উল্লেখ্য, ভাঙড় আন্দোলনে তাঁর অবদান চিরদিন সময় মনে রাখবে, মনে রাখবে মাছিভাঙা-খামারাইট-পোলেরহাট এইসব জায়গার হাজার হাজার মানুষ। এছাড়াও এইসময় বড় কঠিন সময়ে নারীবাদ নিয়ে যারা মাঠে ময়দানে নেমে লড়ে গেছেন আজীবন, শর্মিষ্ঠা তাঁদের মধ্যে অন্যতম একজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*