শশী পাঁজার উদ্যোগে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী

Spread the love

মঙ্গলবার ৭ নভেম্বর, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজার পৌরহিত্যে পাথুরিয়াঘাটা স্ট্রীটের বিনানি ধর্মশালায় বিজয়া সম্মিলনী পালন করলেন। এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে কী ভাবছে মানুষ জনসাধারণের মন বুঝে নিতে এবং সংযোগ বজায় রাখতেই নভেম্বর মাসের শুরু থেকেই মাঠে নেমেছে তৃণমূল। দুর্গাপুজোর পর এবার কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন রাজ্যের শাসক দলের। বিজয়া সম্মিলনীর দৌলতে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে।

আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আগামী ৯ দিন রাজ্যের প্রতিটি জেলায় এই বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ সবকটি জেলাতেই অঞ্চল ভিত্তিক এই সম্মিলনীর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে বিজয়া সম্মিলনী সূচি অনুযায়ী পালন করার জন্য নির্দেশ দিয়েছে কালীঘাট। সকাল ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনের বিভিন্ন সময় এই সম্মিলনীর জন্য বেঁধে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*