শশী থারুরকে সমন পাঠাল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট

Congress MP Shashi Tharoor at Parliament house during Monsoon session in New Delhi on July 27th 2015. Express photo by Ravi Kanojia.
Spread the love
থারুরের হিন্দু-পাকিস্তান মন্তব্যের বিরোধিতা করে আইনজীবী সুমিত চৌধুরি কলকাতার এক আদালতে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, শশী থারুরের এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। সংবিধানকে অপমান করেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে তিরুবনন্তপুরমে এক সভায় থারুর বলেছিলেন, আগামী লোকসভা ভোটে যদি বিজেপি জেতে তাহলে গণতান্ত্রিক সংবিধান বলতে আমরা যা বুঝি তা আর টিকে থাকবে না। তারা (বিজেপি) নতুন করে দেশের সংবিধান তৈরি করবে। নতুন সংবিধানে সংখ্যালঘুদের সমান অধিকার থাকবে না। ভারতবর্ষ হয়ে উঠবে হিন্দু পাকিস্তান। কিন্তু থারুরের এই হিন্দু পাকিস্তান মন্তব্যের বিরোধিতা করেন অনেকেই। সোশাল মিডিয়ায় ট্রোলড হন তিনি। এরপর আইনজীবী সুমিত চৌধুরি এই মন্তব্যের সমালোচনা করে থারুরকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু, ক্ষমা চাইতে অস্বীকার করেন থারুর। এরপরই কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে থারুর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই আইনজীবী। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*