কলকাতার আদালতে বিপাকে পড়লেন শশী থারুর ৷ কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যাঙ্কশাল আদালত ৷ উল্লেখ্য, গত বছর জুলাই মাসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেছিলেন, বিজেপি ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ বানাতে চাইছে। সেই মন্তব্য নিয়ে বিতর্ক কম হয়নি। কলকাতায় শশী থারুরের বিরুদ্ধে মামলাও হয়েছিল। সেই মামলাতেই তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বুধবার এই নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন শশী তারুর মামলায় হাজিরা দিচ্ছিলেন না। সেই কারণেই এই গ্রেফতারি পরোয়ানা বলে জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, তিরুবনন্তপুরমের একটি জনসভায় বর্ণময় শশী থারুর বলেছিলেন, উনিশের ভোটে যদি বিজেপি জেতে, তাহলে ভারতবর্ষকে হিন্দু পাকিস্তান বানিয়ে ছাড়বে। একই সঙ্গে ওই জনসভায় প্রাক্তন মানব সম্পদ দফতরের প্রতিমন্ত্রী তারুর আরও বলেছিলেন, গেরুয়া শিবির দেশের সংবিধান পাল্টে নতুন সংবিধান লিখতে চাইছে। ওরা মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদের চিন্তাকে ধ্বংস করে হিন্দু রাষ্ট্রের দিকে এগোতে চাইছে।
হিন্দু পাকিস্তান মন্তব্য নিয়েই কলকাতার আইনজীবী সুমিত চৌধুরী মামলা করেছিলেন তাঁর বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারির পর শশী থারুর এখন কী পদক্ষেপ নেন সেটাই দেখার।
Be the first to comment