এনআরসি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তবে এবার ইংরেজি শব্দবন্ধ নয়, শশীর প্রতিবাদের হাতিয়ার সাহিত্যে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ৷ শশীর প্রতিবাদের ভাষাটা ছিল একেবারেই অন্যরকম ৷ তিনি টুইটে লিখলেন হ্যাশট্যাগ এনআরসি ৷ আর এর ঠিক আগে উদ্ধৃত করলেন রবিঠাকুরের একটি অমোঘ পঙক্তি ৷ উগ্র জাতীয়তাবাদ নিয়ে বারবার কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ৷ কবির লেখা তেমনই একটি লাইন ব্যবহার করেছেন শশী। টুইটারে তিনি লিখেছেন, জাতীয়তাবাদ ও বিদেশভীতির মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে ৷ বিদেশির প্রতি ঘৃণা ধীরে ধীরে দেশের প্রতিটি মানুষের পারস্পরিক ঘৃণায় পর্যবসিত হওয়ার যে কথা বলেছিলেন কবি , সেটিও উল্লেখ করেছেন শশী ৷
অসমে মূল বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ৷ শশী ছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তীব্র সমালোচনা করেন এটির ৷ এনআরসি ইস্যু ঘিরে অসমে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এমনটা অভিযোগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে ৷
Be the first to comment