শশীকলার পয়েজ গার্ডেনের বাড়িতে পুলিশি হানা

Spread the love

প্রয়াত এআইএডিএমকে-র প্রধান জয়ললিতার পয়েজ গার্ডেনের বাড়িতে হানা দিল আয়কর দফতর। দুর্নীতির দায়ে জেলে যাওয়ার আগে ওই বাড়িতেই থাকতেন দলের নেত্রী ভিকে শশীকলা। শুক্রবার আয়কর দফতরের আধিকারিকরা তাঁর ব্যবহৃত দু’টি ঘরেই তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় জয়ললিতার আপ্তসহায়ক এস পুনগানড্রনের ঘরেও। আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই এই তল্লাশি। মূলত, শশীকলা যে ঘরগুলি ব্যবহার করতেন, সেখান থেকে তথ্য লোপাট হচ্ছে বলে আয়কর দফতরের কাছে খবর ছিল। ওই ঘর থেকে পাচার করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস। শুক্রবার, খবর পেয়েই পয়েজ গার্ডেনের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার ও ৪টি পেনড্রাইভ। প্রসঙ্গত, ১,৪৩০ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে শশীকলার স্বামী নটরাজনের বিরুদ্ধে। সেই অভিযোগে তাঁর ২ বছরের জেলও হয়েছে।

[attach 1]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*