এবার ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসা মিলবে স্বাস্থ্যসাথীতে

Spread the love

স্বাধীনতার হীরক জয়ন্তীতে রাজ্যবাসীকে প্রশাসনের উপহার। মারণ ক্যানসার-সহ ৭০ ধরনের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পে।

রাজ্যের অন্তত সাড়ে দশলক্ষ নাগরিক স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভূক্ত। এই প্রকল্প থেকে সরকারি বেসরকারি হাসপাতাল থেকে মাসে অন্তত এক হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। অন্তত দু’হাজার রোগের চিকিৎসা হয় স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়। কিন্তু আর কত ধরনের রোগের চিকিৎসা সম্ভব এমন জনমুখী প্রকল্প থেকে তা খতিয়ে দেখতে সম্প্রতি স্বাস্থ্য সাথীর টাস্ক ফোর্স আলোচনায় বসে। সেখানেই ঠিক হয় এবার থেকে ক্যানসারের জন্য তীব্র ব্যথার উপশমের চিকিৎসা-সহ আরও ব্যাথা উপশমকারী চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে।

বিশেষজ্ঞদের অভিমত, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে একটি বড় সামাজিক উপহার দিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের অগণিত নাগরিক।

ব্যথার বিভিন্ন চিকিৎসার রকমভেদে ৮ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহনের সুবিধা দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যানসারের ব্যাথা নিরাময়কে যুক্ত করায় উচ্ছ্বসিত অঙ্কোলজিস্ট ও ব্যাথা নিরাময়কারী চিকিৎসকরা। তাঁদের অভিমত, এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে উপকৃত হবেন ক্যানসার আক্রান্তরা। এমনিতেই ক্যানসারের চিকিৎসা অ্যতন্ত ব্যয়বহুল। সঙ্গে ভয়াবহ যন্ত্রণা। সেই যন্ত্রণা নিরসনের জন্য গরিব ও মধ্যবিত্ত মানুষকে আরও অতিরিক্ত খরচ করতে হয়। চিকিৎসকদের অভিমত, ব্যথায় ভোগা নাগরিকদের প্রায় ৪৫ শতাংশই কোনও না কোনও ক্যানসারে আক্রান্ত।

আবার এমনও দেখা গেছে, অনেকে জানেনই না যে তিনি মারণ ক‌্যানসারে ভুগছেন। ব্যথার চিকিৎসা করাতে এসে জানা গেল, তিনি ক্যানসারে আক্রান্ত। সেই সময়ে ওই ব্যক্তি বা পরিবারের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থাকা মানে নিশ্চিন্তে চিকিৎসা চালানো। বস্তুত, উপকৃত হবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*