নিজস্ব প্রতিবেদনঃ এই রূপকথা রাজার কুমার আর রাজকন্যের নয়, এই গল্প সাত ভাই আর এক বোনের। রাজকুমার আছে বটে, কিন্তু ভাই বোনের বন্ধনই এখানে মুখ্য। সাত ভাই চম্পার গল্প শোনেনি এমন বাঙালি কিন্তু বিরল। তবে এখনকার বাচ্চাদের এর মধ্যে না ধরাই ভালো। কিন্তু আর বছর ১৫ পিছিয়ে গেলেও দেখা যাবে, শৈশবের অনেকটা জুড়ে ছিল ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস-খোক্ষস, সোনার জিয়ন কাঠি, পরী রানির গল্প। স্মার্টফোনের দৌলতে তাঁরা বিদায় নিয়েছেন। তবে মাঝে মধ্যে যখন টিভির পর্দায় আসেন তখন আমরা কিন্তু খুব সহজে মুখ ফিরিয়ে নিতে পারি না। জি বাংলা হাজির করছে এমনি এক সিরিয়াল যার গল্প আমাদের সকলের ছোটবেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সাত ভাই চম্পা। আগামী সোমবার থেকে রাত ৮টার স্লটে দেখা যাবে এই সিরিয়াল। এই গল্পে চরিত্র যেমন প্রচুর তেমনি, এই সিরিয়ালেও একাধিক পরিচিত মুখ দেখা যাবে। চম্পার ভূমিকায় থাকছেন প্রমিতা চক্রবর্তী। বধূবরন সিরিয়ালের কনক বলেই তাকে সকলে চেনেন। অনেকদিন পর ফিরছেন সোলাঙ্কি। ইচ্ছেনদীর পর তাকে আর দেখা যায়নি। এছাড়াও রয়েছেন সম্রাট মুখোপাধ্যায়,সুদীপ্তা বন্দোপাধ্যায়,নয়না বন্দোপাধ্যায়, মানসী সেনগুপ্ত প্রমুখ।
Be the first to comment