আগামিকাল শনিবার দিল্লি যাচ্ছেন শতাব্দী। একইসঙ্গে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গে স্পষ্ট করে কিছু না বললেও, জিইয়ে রাখলেন ধোঁয়াশা।
এক সংবাদমাধ্যমকে শতাব্দী বলেন, “অমিত শাহের সঙ্গে কথা বলা বা না বলাটা বিরাট ব্যাপার নয়। আমি এমপি, উনি মিনিস্টার, দেখা করতেই পারি।” তিনি আরোও বলেন, “তার মানেই এটা নয় যে বিজেপিতে জয়েন করছি।”
গতকাল ফেসবুকে তাঁর একটি ফ্যান ক্লাবের পেজে লেখা হয় “আমার তো একস্ট্রা কিছু চাওয়ার নেই। আমার ব্যক্তিগত আক্রমণও নেই। আমার শুধু একটাই কথা যে, আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক। এখন আমার সমস্যা আমি বলেছি। আমি জানিয়েছি, আমার কাজটা করতে পারছি না। কারণ জনপ্রতিনিধি হিসেবে প্রশ্নের সম্মুখীন তো আমাকে হতে হবে। এখন দল যদি বলে দেয় যে, আমাকে কোনও প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা যাবে না, তাহলে অন্য কথা।”
Be the first to comment