সাতনায় লাইনচ্যুত মালগাড়ি, বিপর্যস্ত রেল পরিষেবা

Spread the love

ছবি সৌজন্যে- এএনআই

মধ্যপ্রদেশের সাতনায় লাইনচ্যুত হলো মালগাড়ি। শুক্রবার মধ্যরাতের ঘটনা। জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই ৪২ বগির একটি মালগাড়ি সাতনা থেকে উত্তরপ্রদেশের আজমগড় যাচ্ছিল। মাল গাড়িটির ৩টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। যার জেরে থমকে যায় মুম্বই-হাওড়া রেল চলাচল। সাতনা-রেওয়ার মধ্যে দীর্ঘক্ষন বন্ধ থাকে ট্রেন চলাচল। দাঁড়িয়ে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। ঘটনার জেরে মুম্বই থেকে হাওড়াগামী ট্রেনের ট্র্যাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে সাতনা-রেওয়া রেল ট্র্যাকও।

তবে রেল সূত্রে খবর ট্র্যাক সারানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ রাতের মধ্যেই তা সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা আগেই তামিলনাড়ুতে একটি ১৩ ওয়াগনের মালগাড়ি লাইনচ্যূত হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*