তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার। দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ৷ বিপিন রাওয়াত-সহ দুর্ঘনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। যাঁদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের তাকদহের গ্লেনবার্নের বাসিন্দা সৎপাল রাই।
বিপিন রাওয়াতের নিরাপত্তারক্ষী এবং গোর্খা রাইফেলসে হাবিলদাড় পদে কর্মরত ছিলেন সৎপাল রাই। ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে রাজ্য সরকারকে বিষয়টি জানানো হয়েছে ৷ পাশাপাশি এদিন রাতে ওই দুর্ঘটনায় সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-সহ অন্যান্যদের মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শিলিগুড়ির হাসমি চকে শ্রদ্ধা জানান শহরবাসীরা ৷
এ বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি জানতে পেরেছি। আমরা সৎপাল রাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।”
Be the first to comment