
রোজদিন ডেক্স: ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাঁতরাগাছিতে। এক্সপ্রেস ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ।
সূত্রের খবর, হাওড়া স্টেশনে একটি মেল ট্রেন আসে। সেখানে যাত্রীরা নামেন। তারপর হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি কারশেডে আসে ওই দূরপাল্লা ট্রেনটি। সেখানেই ট্রেন সাফ করার সময় রেলকর্মীদের নজরে পড়ে ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলের পরে এই ঘটনাটি ঘটে।
ট্রেনের শৌচাগারে দেহ দেখেই রেল আধিকারিকদের খবর দেন কর্মীরা। জিআরপি সূত্রে খবর, ট্রেনের শৌচাগার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির কাছ থেকে কোনও টিকিট পাওয়া যায়নি। সূত্রের খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাওড়ায় ঢোকে ডাউন মুম্বাই মেল। এরপর নিয়মমাফিক বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছি কারসেডে। সেখানেই রেল কর্মীদের নজরে আসে বিষয়টি। সাফাই করবার সময় তাঁরা দেখেন একটি স্লিপার কামরার বাথরুমে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বয়স আনুমানিক ৩৫। তাঁর কাছে কোন বৈধ টিকিট ছিল না। ফলে পরিচয় জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।
Be the first to comment