কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুন, টুইটারে সরব হলেন পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করা হয়েছে। আজ সন্ধ্যায় সরস্বতী পুজোর একটি অনুষ্ঠান শেষে সত্যজিৎ বাবু নামলেই সামনে থেকে একের পর এক বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও এমএলএ খুন হলেন। এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিআইডির টিম।

সাথে সাথে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এটি একটি রাজনৈতিক খুন, বিজেপির কর্মকান্ড বলে দাবী জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরীশঙ্কর দত্ত ও জেলার দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পাশাপাশি এদিনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার টুইট করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। বিজেপি এই ঘটনার জন্য দায়ী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*