রাজ্যপাল হিসেবে আমার এমন মন্তব্য করা উচিত হয়নিঃ সত্যপাল মালিক

Spread the love

নিরীহ মানুষ ও নিরাপত্তারক্ষীদের মারা হচ্ছে ৷ তা না করে যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা কাশ্মীরের সম্পদ লুট করেছেন, তাঁদের খুন করা উচিত ৷ এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রবিবার কার্গিলের একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, যে যুবকরা হাতে বন্দুক তুলে নিয়েছে তারা আপনজনকেই খুন করছে। তারা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বা বিশেষ পুলিশ অফিসারদের খুন করছে। কেন তাঁদের খুন করা হচ্ছে? যারা কাশ্মীরের সম্পদ লুট করেছেন তাঁদের খুন করো ৷ তাঁদের কাউকে খুন করেছ কি?

এরপর রাজ্যপাল অভিযোগ করেন, কাশ্মীরের বড় পরিবারগুলি জনগণের টাকা লুট করে বিশ্বজুড়ে সম্পত্তি করেছে ৷ তাঁর কথায়, যে বড় পরিবারগুলি কাশ্মীরে শাসন করেছে তাদের কাছে অপরিমিত সম্পদ রয়েছে। আর তার ফলে কাশ্মীরের সাধারণ মানুষই ভুগছেন ৷ রাজ্যপাল অবশ্য কারও নাম নেননি ৷ তাঁর মন্তব্যের পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করেন, এই টুইটটা রেখে দিন ৷ আজকের পর থেকে জম্মু ও কাশ্মীরের মূলধারার কোনও রাজনীতিবিদ বা বর্তমান-প্রাক্তন কোনও আমলার যদি মৃত্যু হয়, তাহলে তা রাজ্যপাল সত্যপাল মালিকের নির্দেশের ভিত্তিতে খুন করা হয়েছে ৷ তিনি আরও একটি টুইটে লেখেন, ওই ব্যক্তি দায়িত্বশীল সাংবিধানিক পদে রয়েছেন। আর তিনি জঙ্গিদের বলছেন, যে সব নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে মনে করা হয় তাঁদের খুন করতে?

তবে বিতর্কের মুখে পড়ে রাজ্যপাল বলেন, আমি যা বলেছি তা এখানে ব্যাপক দুর্নীতির জন্য রাগ ও নৈরাশ্য থেকে বলেছি ৷ রাজ্যপাল হিসেবে আমার এরকম মন্তব্য করা উচিত হয়নি ৷ তবে, আমি যা বলেছি, সেটা ব্যক্তিগত উপলব্ধি ৷ অনেক রাজনৈতিক দল ও আমলরা এখানে দুর্নীতিতে জড়িয়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*