কারোর প্রাণহানি হোক আমরা চাই না। কাশ্মীরিদের জীবন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বুধবার সাংবাদিক বৈঠক করে একথাই বললেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, আপাতত আমরা কুপওয়ারা ও হান্দওয়ারায় মোবাইল পরিষেবা চালু করছি। শীঘ্রই অন্য জেলাগুলিতেও একই পরিষেবা চালু হবে। সেইসঙ্গে কাশ্মীরি যুবদের চাকরি দেওয়ারও আশ্বাস দেন তিনি। বলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসনে ৫০ হাজার চাকরি দেওয়া হবে। যুব সমাজের কাছে আবেদন জানাচ্ছি, ওরা কাজের জন্য ঝাঁপিয়ে পড়ুক। ২ থেকে ৩ মাসের মধ্যে শূন্যপদে নিয়োগ করা হবে।
রাজ্যপাল সত্যপাল মালিক আরও বলেন, প্রত্যেক কাশ্মীরির জীবন আমাদের কাছে মূল্যবান। একটাও জীবন চলে যাক আমরা চাই না। এখনও পর্যন্ত একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়নি। হিংসায় মদতদাতা হিসাবে কয়েকজন আহত হয়েছে।
এদিন কী বললেন তিনি?
শুনুন!
Be the first to comment