বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় তথা বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ৷ এবার আন্টার্কটিকার আগ্নেয়গিরি জয় করলেন তিনি।কুমেরুর মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত ৷ এবার সপ্তম আগ্নেয়গিরির চুড়ায় উঠে বিশ্বরেকর্ড করলেন সত্যরূপ। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি তাঁর ৷ ভারতীয় সময় বুধবার ঠিক সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি ৪২৮৫ মিটার উচ্চতার মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শিখরে পৌঁছে যান তিনি। এর আগে, অস্ট্রেলিয়ার পর্বতারোহী ড্যানিয়েল বুলের এই রেকর্ড ছিল।
বিশ্বরেকর্ডের পর সত্যরূপ বলেন, একজন ভারতীয় ও বাঙালি হিসেবে আমি গর্বিত। যদিও সত্যরূপের এই কৃতিত্ব অর্জনের পথ মোটেও মসৃণ ছিল না। মাথায় ৪১ লাখ টাকার ধার নিয়েই মাউন্ট সিডলে অভিযানে যান তিনি। আপাতত যা ঠিক রয়েছে তাতে ২৬ জানুয়ারি কলকাতায় ফিরবেন সত্যরূপ।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর পৃথিবীর সাতটি মহাদেশের উচ্চতম শৃঙ্গ জয় করেন সত্যরূপ সিদ্ধান্ত। এই শৃঙ্গগুলি হল- মাউন্ট কিলিমাঞ্জারো, এলব্রুস, মাউন্ট অ্যাকনকাগুয়া, মাউন্ট দেনালি, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কারসটেনজ়, মাউন্ট ভিনসন মাসিফ। এছাড়া ওয়েস্টার্ন ইউরোপের মাউন্ট মন্ট ব্লাঙ্ক এবং অস্ট্রেলিয়ার মাউন্ট কোসকিউসজ়ো শৃঙ্গ জয় করেছেন তিনি।
Be the first to comment