দেশজুড়ে হু হু করে বাড়ছে মারণ করোনার সংক্রমণ। লাগামছাড়া সংক্রমণ চলছে দিল্লিতেও। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেও দিল্লিতে লকডাউন বাডা়নোর কোনও পরিকল্পনা নেই অরবিন্দ কেজরিয়ালের সরকারের। এমনই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
লকডাউনের পঞ্চম পর্বে শুরু হয়ে গিয়েছে আনলক ১ তৎপরতা। ধীরে ধীরে ছন্দে ফেরার মরিয়া চেষ্টায় গোটা দেশ। খুলেছে অফিস-আদালত, দোকান-বাজার। পথে নেমেছে গাড়ি। জনজীবন স্বাভাবিক করার এই পর্বেই মাত্রাছাড়া সংক্রমণ গোটা দেশে। গোটা দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষের ঘরে কড়া নাড়ছে। গোটা দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৬৮৭।
দিল্লিতে করোনায় মৃত বেড়ে ১০৮৫। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কন্টেনমেন্ট জোনগুলিতে নজরদারি চলছে। তবে গেটাা দেশের মতো আনলক ১ পর্বে দিল্লিতেও স্বাভাবিক জনজীবন ফেরানোর চেষ্টা চলছে।
ইতিমধ্যেই খুলে গিয়েছে দোকান-বাজার, অফিস-আদালত। রাস্তায় নেমেছে গাড়ি। ঘর ছেড়ে সাধারণ মানুষ রাস্তায় বেরোতেই করেনাার সংক্রমণও বাড়ছে। এরই পাশাপাশি আগের চেয়ে বহুলাংশে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার হার।
সেই কারণেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন আর বাড়ানোর পক্ষপাতী নয় দিল্লির সরকার। স্বাস্থ্যরমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন সংক্রমণ বাড়লেও লকডাউন আর বাড়ানো হবে না।
Be the first to comment