সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনা। মৃত কমপক্ষে ৩৫ তীর্থযাত্রী। সন্ধেবেলা ১৭০ কিমি দূরে হিজরি রোডে দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসটিতে ৩৯ জন তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনেরই মৃত্যু হয়।
বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির সংঘর্ষ হয় আল-আখাল গ্রামে। ঘটনাস্থলেই বাসটিতে আগুন লেগে যায়। ৩৯ জন তীর্থযাত্রীর মধ্যে ৩৫ জনেরই মৃত্যু হয়। বাকিদের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ, বাকিরা আরব ও এশিয়ার বলে জানা গেছে।
অন্যদিকে, পণ্যবাহী গাড়িটিতে কত জন ছিল, তাদের মধ্যে কেউ আহত বা মৃত কি না তা এখনও জানা যায়নি। উদ্ধারকার্যে রয়েছে সৌদি রেড ক্রিজেন্ট অথরিটি এবং অন্যান্য আপতকালীন পরিষেবা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি টুইট বার্তায় লেখেন, দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। যাদের দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
Be the first to comment