সৌদি আরব বিনোদন খাতে বিলিয়ন ডলার বরাদ্দ করবে

Spread the love

সৌদি আরব আগামী এক দশকে বিনোদন খাতে ৬৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রিয়াধে জমকালো এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান আহমদ বিন আকিল আল খাতিব। শুধু এই বছরেই ৫ হাজার বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করবে। এসব অনুষ্ঠানে অংশ নেবে পপ ব্যান্ড মারুন-৫ ও চির্কি ডু সোলেইল-এর মতো বিশ্ববিখ্যাত বিনোদন বিষয়ক প্রতিষ্ঠান।
আহমেদ বিন আকিল বলেন, ২০১৮ সালের শেষ নাগাদ বিনোদন খাতে ২ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গত বছরে যা ছিল মাত্র ১৭ হাজার। তিনি বলেন, অতীতে বিনিয়োগকারীরা দেশের বাইরে বিনিয়োগ করতো। কিন্তু এখন তা পরিবর্তন হয়েছে। দেশেই বিনিয়োগ করবেন তারা। সৃষ্টিকর্তা চাইলে ২০২০ সালের মধ্যেই আপনারা সত্যিকারের পরিবর্তন দেখতে পাবেন। এছাড়া, পর্যটন খাতের উন্নতির জন্য রিয়াধের কাছে লাস ভাগাসের মতো একটি বিনোদন নগরী গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
প্রসঙ্গত, মোহাম্মদ বিন সালমান নতুন ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে ক্রমশ রক্ষণশীল ভাবধারা থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। রিয়াধে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে অপেরা হাউজ। ইতিমধ্যেই এর নির্মাণকাজ শুরু করা হয়েছে। ‘ভিশন-২০৩০’ শীর্ষক অর্থনৈতিক ও সামাজিক সংস্কার প্রকল্পের অধীনে এসব পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২ বছর পূর্বে এই প্রকল্প উদ্বোধন করেছিলেন। ৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স সৌদি আরবকে বহুমুখী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সংস্কারের অংশ হিসেবে গত ডিসেম্বরে বাণিজ্যিক সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন সৌদি মেয়েরা। পাশাপাশি গাড়ি চালনার অনুমতিও পাচ্ছেন তারা।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*