সৌদি মহিলারা প্রথমবার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন

Spread the love

সৌদি আরবের মহিলারা ১২ জানুয়ারি প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন। তাই সৌদি মহিলাদের কাছে ইতিহাস হয়ে থাকল দিনটি। দেশটির ইতিহাসে এর আগে কখনো মহিলাদের এই স্বাধীনতা ছিল না। সম্প্রতি সৌদি যুবরাজ বিন সালমান দেশটিতে ২০৩০ সালের মধ্যে যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন তার অংশ হিসেবেই মহিলাদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়। সূত্রের খবর, শুক্রবার স্থানীয় দুটি দল আল-আহলি ও আল-বাতিনের মধ্যে ফুটবল খেলা উপভোগ করেন সৌদির মহিলারা। জেদ্দার রেড সি শহরের স্টেডিয়ামে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বিকাল ৫টায়। স্টেডিয়ামগুলোতে মহিলাদের জন্য আলাদা বিশ্রামাগার, প্রবেশপথ ও পার্কিং এর সুবিধা করা হয়েছে। পুরুষদের ভিড় এড়াতে মহিলাদের জন্য রয়েছে পৃথক ফ্যামিলি সেকশন। এই মাসে আরও দুটি ফুটবল ম্যাচে মহিলা দর্শকদের দেখা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*