আজ বাংলায় আসেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। এসে তিনি আব্বাস সিদ্দিকির সাথে দেখা করেন এবং বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই লড়বে মিম একথাও জানান।
এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘আসাউদ্দিন ওয়েইসি যে পশ্চিমবঙ্গে আসবেন তা আগেই ঘোষণা করেছিলেন। আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকটি নতুন বিষয়। হয়তো ওয়াইসি বুঝতে পেরেছেন বাংলায় ওঁনার কোনও প্রভাব খাটবে না। তার কারণ বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা কম। উনি এখন ফুরফুরার পীর সাহেবের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে আমার মনে হয় এতে সামগ্রীক কোনও প্রভাব পড়বে না। ‘
কারণ মানুষ বোঝে ওয়েইসি বিজেপির হয়ে ভোট কাটার দায়িত্ব পালন করেন। অমিত শাহের নির্দেশে চলেন। তাঁকে সমর্থন করা মানে শেষ পর্যন্ত বিজেপিকে সমর্থন করা। পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিরাপদ রয়েছে ও ভালো রয়েছে। আমার বিশ্বাস এবং আশা তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন। আমি বাংলার মুসলমানদের আহ্বান করছি ওয়েইসিকে সামগ্রীকভাবে প্রত্যাখান করতে।’
Be the first to comment