বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এ সৌরভ গঙ্গোপাধ্যায়..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আজ থেকে শুরু হল ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আমন্ত্রিত ৪০টি দেশের প্রতিনিধি। হাজির শিল্পপতি মুকেশ অম্বানি সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা। রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। তবে সেই মঞ্চেও সকলের আলাদা আগ্রহ ছিল তাঁকে ঘিরে। তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি নিজে রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ কী বলেন, দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সৌরভ বললেন, বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। সৌরভের কথায়, ‘প্রত্যেক বছরই পরিধি বাড়ছে এই সম্মেলনের। বেঙ্গল বিজনেস সামিটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা থেকে শুরু করে সিনেমা, সব বিষয়ে আলোচনা হয় এখানে। ক্রিকেটের লোক হলেও আমাদের রাজ্যে এসে এত নামী শিল্পপতি ও উদ্যোগপতিরা লগ্নি করতে চান ভাবলে খুব খুশি হই। মমতাদির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’
শালবনীতে ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা আগেই করেছেন সৌরভ। বুধবার সৌরভ বলেন, ‘আমি ব্যবসার খুব একটা বুঝি না। তবে গত কয়েক বছর ধরে লগ্নি করার চেষ্টা করছি। আমি মুখ্যমন্ত্রী ও তাঁর আধিকারিকদের থেকে ভীষণ সমর্থন ও সাহায্য পাই।’

এরপর শিল্পপতিদের ধন্যবাদ জানান সৌরভ এবং বলেন, ‘মুকেশ অম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা এখানে রয়েছেন। ওঁদের ধন্যবাদ। খেলাধুলোতেও প্রচুর লগ্নি করছেন ওঁরা। আমি অনূর্ধ্ব ১৫ স্তর থেকে যখন বাংলার হয়ে খেলতাম, তখন থেকে খেলাধুলোর উন্নতি চোখে পড়ার মতো। আমি নিজে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। লগ্নি শুধু বাণিজ্যে নয়, খেলাধুলোতেও হবে বলে আশা করি। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও লগ্নি প্রয়োজন। আমাদের এখানে ফুটবল ক্রিকেটের চেয়েও বড় আবেগ।’

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সৌজন্যতা রেখে সৌরভ বলেন, ‘উনি রাজ্যের মুখ্যমন্ত্রী,তবে আমাদের কাছে উনি দিদিই। যখনই মেসেজ করি, উত্তর দেন। সে যত রাতেই হোক না কেন। আমি মাঝে মধ্যে ভাবি, কী করে একজন মুখ্যমন্ত্রী এত সময় পান? আশা করছি আপনার নেতৃত্বে রাজ্য আরও এগিয়ে চলবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*