BCCI-এর ৩৯ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন COA-এর ৩৩ মাস শাসনের পর এই দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ। ১০ মাসের জন্য তিনি এই দায়িত্বে থাকবেন তিনি ৷ বুধবার মুম্বইয়ে বোর্ডের বৈঠকে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয় ৷ আজ বোর্ডের সভায় প্রথামাফিক ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন সৌরভের হাতে তুলে দেন বিনোদ রাই।
অন্যদিকে বোর্ড সচিবের দায়িত্ব নিলেন অমিত শাহর ছেলে জয় শাহ ও কোষাধ্যক্ষ পদে এলেন প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ সিং ধুমাল।
প্রসঙ্গত, ভিজিয়ানাগরামের মহারাজার পর সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ক্রিকেটার যিনি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসলেন ৷ যদিও মাত্র দশমাসের জন্যই এই পদে থাকতে পারবেন সৌরভ ৷ তারপর তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছরের জন্য সরে দাঁড়াতে হবে।
Be the first to comment